জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ। সুদক্ষ নাগরিক সৃষ্টিতে সৃজনশীল চেতনা বিকাশে ছাত্র-ছাত্রীরা স্বীয় মেধাশক্তিকে কাজে লাগিযে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। সৃষ্টির ঊষালগ্ন হতে শিক্ষার আলোই মানুষকে চলার পথ দেখিয়েছে। তাইতো জীবনের মানোন্নয়নে ও সভ্যতার বিকাশে শিক্ষার কোন বিকল্প নেই। আর শিক্ষা বলতে প্রথমেই যে কথাটি আসে তা হলো শিক্ষক। শিক্ষকের দক্ষতা, নিষ্ঠা আর প্রচেষ্টার উপরই নির্ভর করে শিক্ষার গুনগত উৎকর্ষতা। কোন ব্যক্তি বা মানুষকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তার মেধা, মননশীলতা চিন্তার উৎকর্ষ সাধনে গভীর পর্যবেক্ষনে ধীশক্তি অর্জনে এবং শৃজনশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্ঞানের আলোয় আলোকিত করে গতিশীল ও পরিবর্তনশীল যুগে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মন্ত্রে উজ্জীবিত করার মাধ্যমে জীবন ও সমাজের সর্বক্ষেত্রে শান্তি ও সাফল্যের বার্তা বয়ে আনার মহান লক্ষ্যই জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অঙ্গীকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষকগণ শুধু পাঠদানের জন্য নয় বরং আদর্শ মানুষ সৃষ্টির মোক্ষম হাতিয়ার। শুধু পরীক্ষায় ভালো ফল নয় বরং ছাত্র-ছাত্রীদের চারিত্রিক বিকাশ ঘটানোই প্রধান লক্ষ্য। শিক্ষকদের গভীর মমত্ববোধ ও মঙ্গল কামনাই ছাত্র-ছাত্রীদের কর্মজীবনের প্রধান চালিকা শক্তি। মহত্ব, কৃতিত্ব, পরিশ্রম, সাধুতা, একনিষ্ঠতা এবং আত্মবিশ্বাসই একজন মানুষকে বিখ্যাত করে তোলে। সাধুতা, পরিশ্রম, বুদ্ধিমত্তা, দূরদশির্তা এবং ধর্মবোধের সমন্বয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারকের মডেল দাউদকান্দি ও মেঘনা উপজেলার আলোকিত মানুষ এ প্রতিষ্ঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া এম.পি। পরিশেষে, প্রগতিশীল এ প্রতিষ্ঠানের সোনালী ভবিষ্যত বর্ণিল হোক, উদ্ভাসিত হোক নব চেতনায়, উন্মোচিত হোক আগামীর সম্ভাবনা। মো: শরিফুল ইসলাম অধ্যক্ষ জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT